আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৭৩
সালাতের প্রতি অনুপ্রেরণা এবং রুকু-সিজদা ও ভীতি-বিহ্বলতার ফযীলত
৫৭৩. ইউসুফ ইবন আবদুল্লাহ ইবন সালাম (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হযরত আবুদ-দারদা (রা) যে রোগে ইনতিকাল করেন, সে সময় আমি তাঁর নিকট এলাম। তিনি বললেনঃ হে ভাতিজা। তুমি কি এই নগরী সম্পর্কে জান অথবা তিনি বললেনঃ তুমি কি উদ্দেশ্যে এসেছে? রাবী বললেনঃ না, বরং আমি আপনার এবং আমার পিতা আবদুল্লাহ ইবন সালামের মধ্যকার সম্পর্কের কারণেই এসেছি। তিনি বললেন: এটা কতইনা নিকৃষ্ট মিথ্যার সময়কাল। আমি তো রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করবে এবং উত্তমরূপে উযূ করবে, তারপর দাঁড়িয়ে দুই রাকআত সালাত আদায় করবে অথবা (রাবী সাহলের সন্দেহ) চার রাক'আত সালাত আদায় করবে এবং তাতে উত্তমরূপে রুকু করবে এবং ভীতি-বিহবলতা অবলম্বন করবে, তারপর আল্লাহর কাছে ইসতিগফার করবে, তাকে ক্ষমা করা হবে।
(আহমদ হাসান সনদে এ হাদীস বর্ণনা করেন।)
(আহমদ হাসান সনদে এ হাদীস বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي الصَّلَاة مُطلقًا وَفضل الرُّكُوع وَالسُّجُود والخشوع
573 - وَعَن يُوسُف بن عبد الله بن سَلام قَالَ أتيت أَبَا الدَّرْدَاء رَضِي الله عَنهُ فِي مَرضه الَّذِي قبض فِيهِ فَقَالَ يَا ابْن أخي مَا علمت إِلَى هَذِه الْبَلدة أَو مَا جَاءَ بك قَالَ قلت لَا إِلَّا صلَة مَا كَانَ بَيْنك وَبَين وَالِدي عبد الله بن سَلام فَقَالَ بئس سَاعَة الْكَذِب هَذِه سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ قَامَ فصلى رَكْعَتَيْنِ أَو أَرْبعا يشك سهل يحسن فِيهِنَّ الرُّكُوع والخشوع ثمَّ يسْتَغْفر الله غفر لَهُ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن


বর্ণনাকারী: