আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৬১
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৬১. হযরত উসমান (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি সালাত আদায় করা অপরিহার্য বলে মনে করে তা আদায় করে, সে জান্নাতী।
(আবূ ইয়ালা, আবদুল্লাহ ইবন ইমাম আহমদ মুসনাদ সনদে এবং হাকিমের সহীহ গ্রন্থে হাদীসখানা বর্ণিত। তবে তার এবং আবদুল্লাহর বর্ণনায় مَكْتُوب শব্দটির উল্লেখ নেই।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] ইনশা আল্লাহ এ বিষয়ে যাকাত, হজ্জ ও অন্যান্য অধ্যায়ে অসংখ্য হাদীস একত্রে সন্নিবেশিত করা হবে।
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
561 - وَعَن عُثْمَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من علم أَن الصَّلَاة حق مَكْتُوب وَاجِب دخل الْجنَّة
رَوَاهُ أَبُو يعلى وَعبد الله ابْن الإِمَام أَحْمد على الْمسند وَالْحَاكِم وَصَححهُ وَلَيْسَ عِنْده وَلَا عِنْد عبد الله لَفْظَة مَكْتُوب
قَالَ الْحَافِظ رَضِي الله تَعَالَى عَنهُ وَسَتَأْتِي أَحَادِيث أخر تنتظم فِي سلك هَذَا الْبَاب فِي الزَّكَاة وَالْحج وَغَيرهمَا إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬১ | মুসলিম বাংলা