পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৬০. হযরত হানযালা (রা)-এর সচিব থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে সত্য জেনে আমল করবে, সে জান্নাতী, অথবা তার জন্য জান্নাত অবধারিত। অথবা বলেছেনঃ জাহান্নাম তার জন্য হারাম। আর আমলগুলো হলঃ পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে সংরক্ষণ এবং রুকু-সিজদাসমূহ ও সময়ের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করা। (আহমদ উত্তম সনদে এ হাদীসখানা বর্ণনা করেছেন এবং এই হাদীসের সনদ সূত্রের রাবীগণ সহীহ।)
560 - وَعَن حَنْظَلَة الْكَاتِب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من حَافظ على الصَّلَوَات الْخمس ركوعهن وسجودهن ومواقيتهن وَعلم أَنَّهُنَّ حق من عِنْد الله دخل الْجنَّة أَو قَالَ وَجَبت لَهُ الْجنَّة أَو قَالَ حرم على النَّار رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرُوَاته رُوَاة الصَّحِيح
তাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬০ | মুসলিম বাংলা