আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫২
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি তিন ব্যক্তির ব্যাপারে শপথ করে বলছিঃ ১. আল্লাহ যাদের জন্য ইসলামে অংশ রেখেছেন এবং যাদের জন্য রাখেননি, তারা সমান নয়। আর ইসলামের অংশ তিনটি। তা হলঃ সালাত, সিয়াম ও যাকাত। ২. দুনিয়াতে যে বান্দার অভিভাবকত্ব আল্লাহ গ্রহণ করেননি, কিয়ামতের দিন তিনি তাকে অন্যের অভিভাকত্বে দিয়ে দিবেন এবং ৩. কোন ব্যক্তি কোন কওমকে ভালবাসলে আল্লাহ তাকে তাদের অন্তর্ভুক্ত করবেন এবং ৪. আমি যদি শপথ করে বলি, তাহলে অন্যায় হবে না, তা হলঃ আল্লাহ দুনিয়াতে যার অপরাধ গোপন রাখেন, কিয়ামতের দিন তিনি তার অপরাধ গোপন রাখবেন।
(আহমদ উত্তম সনদে এবং তাবারানীর 'কাবীর' গ্রন্থে হযরত ইবন মাসউদ (রা) থেকে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(আহমদ উত্তম সনদে এবং তাবারানীর 'কাবীর' গ্রন্থে হযরত ইবন মাসউদ (রা) থেকে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
552 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاث أَحْلف عَلَيْهِنَّ لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وأسهم الْإِسْلَام ثَلَاثَة الصَّلَاة وَالصَّوْم وَالزَّكَاة وَلَا يتَوَلَّى الله عبدا فِي الدُّنْيَا فيوليه غَيره يَوْم الْقِيَامَة وَلَا يحب رجل قوما إِلَّا جعله الله مَعَهم وَالرَّابِعَة لَو حَلَفت عَلَيْهَا رَجَوْت أَن لَا إِثْم لَا يستر الله عبدا فِي الدُّنْيَا إِلَّا ستره يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من حَدِيث ابْن مَسْعُود
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من حَدِيث ابْن مَسْعُود
