আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫৩
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৩. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: সালাত জান্নাতের চাবি।
(ইমাম দারিমী এ হাদীসখানা বর্ণনা করেন। তবে তাঁর সনদে আবু ইয়াহ্ইয়া আল-কাত্তাত নামে একজন সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন।)
(ইমাম দারিমী এ হাদীসখানা বর্ণনা করেন। তবে তাঁর সনদে আবু ইয়াহ্ইয়া আল-কাত্তাত নামে একজন সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
553 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مِفْتَاح الْجنَّة الصَّلَاة
رَوَاهُ الدَّارمِيّ وَفِي إِسْنَاده أَبُو يحيى القَتَّات
رَوَاهُ الدَّارمِيّ وَفِي إِسْنَاده أَبُو يحيى القَتَّات
