আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৫৩
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৩. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: সালাত জান্নাতের চাবি।
(ইমাম দারিমী এ হাদীসখানা বর্ণনা করেন। তবে তাঁর সনদে আবু ইয়াহ্ইয়া আল-কাত্তাত নামে একজন সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
553 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مِفْتَاح الْجنَّة الصَّلَاة
رَوَاهُ الدَّارمِيّ وَفِي إِسْنَاده أَبُو يحيى القَتَّات
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৩ | মুসলিম বাংলা