আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫১
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুয়া'আ গোত্রের দুই ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর নিকট ইসলাম গ্রহণ করে। তাদের একজন শাহাদাত বরণ করে এবং অপরজন এক বছর পর ইনতিকাল করে। তাহা ইবন উবায়দুল্লাহ (রা) বলেনঃ আমি স্বপ্নে দেখলাম দ্বিতীয়জনকে শহীদের পূর্বে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। ফলে আমি এতে বিস্ময়াভিভূত হয়ে পড়লাম। তারপর (এ ঘটনা) আমি নবী (সা) এর নিকট বর্ণনা করলাম অথবা রাসূলুল্লাহ (সা) এর নিকট ব্যাপারটি আলোচনা করা হল। তখন রাসূলুল্লাহ (সা) বললেনঃ সে (দ্বিতীয় ব্যক্তি) কি তার (শহীদ) হওয়ার পর রমযানের সিয়াম পালন করে নি, ছয় হাজার রাক'আত সালাত আদায় করেনি এবং বছরে এত এত রাক'আত সালাত আদায় করেনি?
(আহমদ হাসান সনদে, ইবন মাজাহ ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী এ হাদীসখানা বর্ণনা করেন। প্রত্যেকেই হযরত তালহা (রা) থেকে দীর্ঘ বর্ণনা দেন। তবে ইবন মাজাহ ও ইবন হিব্বান হাদীসের শেষাংশে বৃদ্ধি করেন: "দুইজনের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান।)
(আহমদ হাসান সনদে, ইবন মাজাহ ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী এ হাদীসখানা বর্ণনা করেন। প্রত্যেকেই হযরত তালহা (রা) থেকে দীর্ঘ বর্ণনা দেন। তবে ইবন মাজাহ ও ইবন হিব্বান হাদীসের শেষাংশে বৃদ্ধি করেন: "দুইজনের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
551 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رجلَانِ من بلي حَيّ من قضاعة أسلما مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فاستشهد أَحدهمَا وَأخر الآخر سنة
قَالَ طَلْحَة بن عبيد الله فَرَأَيْت الْمُؤخر مِنْهُمَا أَدخل الْجنَّة قبل الشَّهِيد فتعجبت لذَلِك فَأَصْبَحت فَذكرت ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَو ذكر لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلَيْسَ قد صَامَ بعده رَمَضَان وَصلى سِتَّة آلَاف رَكْعَة وَكَذَا وَكَذَا رَكْعَة صَلَاة سنة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم عَن طَلْحَة بِنَحْوِهِ أطول مِنْهُ وَزَاد ابْن مَاجَه وَابْن حبَان فِي آخِره فَلَمَّا بَينهمَا أبعد من السَّمَاء وَالْأَرْض
قَالَ طَلْحَة بن عبيد الله فَرَأَيْت الْمُؤخر مِنْهُمَا أَدخل الْجنَّة قبل الشَّهِيد فتعجبت لذَلِك فَأَصْبَحت فَذكرت ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَو ذكر لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلَيْسَ قد صَامَ بعده رَمَضَان وَصلى سِتَّة آلَاف رَكْعَة وَكَذَا وَكَذَا رَكْعَة صَلَاة سنة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم عَن طَلْحَة بِنَحْوِهِ أطول مِنْهُ وَزَاد ابْن مَاجَه وَابْن حبَان فِي آخِره فَلَمَّا بَينهمَا أبعد من السَّمَاء وَالْأَرْض
