আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৪৬
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা মানুষের উপর দ্বীনের প্রথম ও শেষ পর্যায়ে সালাত অপরিহার্য করেছেন আর কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। আল্লাহ তা'আলা বলবেন: তোমরা আমার বান্দার সালাতের দিকে তাকাও। যদি তা পূর্ণভাবে আদায় হয়ে থাকে, তাহলে পূর্ণভাবে আদায় হয়েছে লেখা হবে। যদি তা অসম্পূর্ণভাবে আদায় হয়ে থাকে, তবে তিনি বলবেন দেখ তো, আমার বান্দার নফল সালাত আছে কি না? যদি নফল থেকে থাকে, তা হলে তা দ্বারা ফরয পূর্ণ করে দাও। এরপর তিনি বলবেনঃ তার যাকাত পুরোপুরি আদায় হয়েছে কি? যদি তা পুরোপুরি আদায় হয়ে থাকে, তাহলে পূর্ণভাবে আদায় হয়েছে লেখা হবে। আর যদি তা অসম্পূর্ণভাবে আদায় হয়ে থাকে, তখন তিনি বলবেনঃ দেখ তো সে সদকা দিয়েছে কি-না? যদি তার সদকা থাকে, তাহলে তা দ্বারা তার যাকাত পুরা করে দেয়া হবে।
(আবু ইয়ালা এ হাদীসখানা বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
546 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أول مَا افْترض الله على النَّاس من دينهم الصَّلَاة وَآخر مَا يبْقى الصَّلَاة وَأول مَا يُحَاسب بِهِ الصَّلَاة وَيَقُول الله انْظُرُوا فِي صَلَاة عَبدِي فَإِن كَانَت تَامَّة كتبت تَامَّة وَإِن كَانَت نَاقِصَة يَقُول
انْظُرُوا هَل لعبدي من تطوع فَإِن وجد لَهُ تطوع تمت الْفَرِيضَة من التَّطَوُّع ثمَّ قَالَ انْظُرُوا هَل زَكَاته تَامَّة فَإِن كَانَت تَامَّة كتبت تَامَّة وَإِن كَانَت نَاقِصَة قَالَ انْظُرُوا هَل لَهُ صَدَقَة فَإِن كَانَت لَهُ صَدَقَة تمت لَهُ زَكَاته
رَوَاهُ أَبُو يعلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৬ | মুসলিম বাংলা