আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৪৭
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৭. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ঈমানের সাথে যার পাঁচটি বিষয়ের সমন্বয় পাওয়া যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তা হলঃ ১. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত উযু, রুকু-সাজদা এবং ওয়াক্তমত আদায় করবে, ২. রমযানের সিয়াম পালন করবে, ৩. সামর্থ্য থাকলে বায়তুল্লাহর হজ্জ পালন করবে, ৪. আনন্দচিত্তে যাকাত আদায় করবে এবং ৫. আমানত রক্ষা করবে। তখন বলা হলো: ইয়া রাসূলাল্লাহ! আমানত আদায়ের অর্থ কি? তিনি বললেন: অপবিত্রতা থেকে গোসল করা। নিশ্চয়ই আল্লাহ তা'আলা বনী আদমের উপর তাঁর দ্বীনের জন্য এর চেয়ে অন্য কোন আমানত গচ্ছিত রাখেন নি।
(তাবারানী এ হাদীসখানা উত্তম সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
547 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس من جَاءَ بِهن مَعَ إِيمَان دخل الْجنَّة من حَافظ على الصَّلَوَات الْخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وَصَامَ رَمَضَان وَحج الْبَيْت إِن اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا وَآتى الزَّكَاة طيبَة بهَا نَفسه وَأدّى الْأَمَانَة
قيل يَا رَسُول الله وَمَا أَدَاء الْأَمَانَة قَالَ الْغسْل من الْجَنَابَة إِن الله لم يَأْمَن ابْن آدم على شَيْء من دينه غَيرهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৭ | মুসলিম বাংলা