আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৪৫
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: রাত ও দিনের ফিরিশতা পালাক্রমে তোমাদের কাছে আসে এবং ফজর ও আসরের সালাতে তারা একত্রিত হয়। তারপর রাতের ফিরিশতারা উপরে উঠে যায়। তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, অথচ তিনি তাদের সম্পর্কে অধিক জানেন। তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এলে? তারা বলে: আমরা তাদের যখন রেখে আসি, তখন তারা সালাতে রত ছিল, আর আমরা যখন তাদের কাছে পৌঁছেছিলাম, তখনো তারা সালাতরত ছিল।
(ইমাম মালিক, বুখারী, মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
545 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يتعاقبون فِيكُم مَلَائِكَة بِاللَّيْلِ وملائكة بِالنَّهَارِ ويجتمعون فِي صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر ثمَّ يعرج الَّذين باتوا فِيكُم فيسألهم رَبهم وَهُوَ أعلم بهم كَيفَ تركْتُم عبَادي فَيَقُولُونَ تركناهم وهم يصلونَ وأتيناهم وهم يصلونَ
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৫ | মুসলিম বাংলা