আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫০৬
অধ্যায়ঃ নামাজ
পিঁয়াজ অথবা রসুন অথবা গো রসুন অথবা মূলা ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে আসার প্রতি ভীতি প্রদর্শন
৫০৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন। যে ব্যক্তি এই জাতীয় সবজি খাবে, সে যেন আমাদের কাছে না আসে এবং আমাদের সাথে সালাত আদায় না করে।
(ইমাম বুখারী ও মুসলিম এ হাদীসখানা বর্ণনা করেছেন। তাবারানী নিজ শব্দযোগে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তোমরা এই দুটি দুর্গন্ধময় সবজি খাওয়া থেকে বিরত থাকবে এবং এ খেয়ে মসজিদে প্রবেশ করবে না। যদি তোমরা তা খাও, তাহলে আগুন দ্বারা পাক করে নেবে।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من إتْيَان الْمَسْجِد لمن أكل بصلا أَو ثوما أَو كراثا أَو فجلا وَنَحْو ذَلِك مِمَّا لَهُ رَائِحَة كريهة
506 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من أكل من هَذِه الشَّجَرَة فَلَا يقربنا وَلَا يصلين مَعنا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَلَفظه قَالَ إيَّاكُمْ وَهَاتين
البقلتين المنتنتين أَن تأكلوهما وتدخلوا مَسَاجِدنَا فَإِن كُنْتُم لَا بُد آكلوهما اقتلوهما بالنَّار قتلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান