আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫০৭
অধ্যায়ঃ নামাজ
পিঁয়াজ অথবা রসুন অথবা গো রসুন অথবা মূলা ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে আসার প্রতি ভীতি প্রদর্শন
৫০৭. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী বলেছেনঃ যে ব্যক্তি পিঁয়াজ অথবা রসুন খাবে, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং সে যেন তার নিজ ঘরে বসে থাকে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিমের অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি পিঁয়াজ, রসুন এবং গো-রসুন খাবে, সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। কেননা বনী আদম যাতে কষ্ট পায়, ফিরিশতাগণও তাতে কষ্ট পান। অন্য বর্ণনায় আছেঃ রাসূলুল্লাহর পিঁয়াজ, রসুন এবং গো-রসুন খেতে নিষেধ করেছেন, তবে আমরা একান্ত প্রয়োজনে তা খেতাম। তিনি বললেনঃ যে ব্যক্তি এই দুর্গন্ধময় সবজি খাবে, সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। কেননা লোকেরা যাতে কষ্ট পায়, ফিরিশতাগণও তাতে কষ্ট পান। ইমাম তাবারানী 'আওসাত' ও 'সগীর' গ্রন্থদ্বয়ে নিম্নোক্ত শব্দযোগে এ হাদীসখানা বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ বলেছেন: যে ব্যক্তি রসুন, পিঁয়াজ, গো-রসুন এবং মূলা জাতীয় সবজি খাবে, সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। কেননা বনী আদম যাতে কষ্ট পায়, ফিরিশতাগণও তাতে কষ্ট পান। ইয়াহইয়া ইবন রাশেদ বসরী ব্যতীত তাঁর বর্ণনাটি বিশ্বস্ত বর্ণনাকারীগণ কর্তৃক বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من إتْيَان الْمَسْجِد لمن أكل بصلا أَو ثوما أَو كراثا أَو فجلا وَنَحْو ذَلِك مِمَّا لَهُ رَائِحَة كريهة
507 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من أكل بصلا أَو ثوما فليعتزلنا أَو فليعتزل مَسَاجِدنَا وليقعد فِي بَيته

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة لمُسلم من أكل البصل والثوم والكراث فَلَا يقربن مَسْجِدنَا فَإِن الْمَلَائِكَة تتأذى مِمَّا يتَأَذَّى مِنْهُ بَنو آدم
وَفِي رِوَايَة نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أكل البصل والكراث فغلبتنا الْحَاجة فأكلنا مِنْهَا فَقَالَ من أكل من هَذِه الشَّجَرَة الخبيثة فَلَا يقربن مَسْجِدنَا فَإِن الْمَلَائِكَة تتأذى مِمَّا يتَأَذَّى مِنْهُ النَّاس
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَلَفظه قَالَ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أكل من هَذِه الخضراوات الثوم والبصل والكراث والفجل فَلَا يقربن مَسْجِدنَا فَإِن الْمَلَائِكَة تتأذى مِمَّا يتَأَذَّى مِنْهُ بَنو آدم
وَرُوَاته ثِقَات إِلَّا يحيى بن رَاشد الْبَصْرِيّ