আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৯৮
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৪৯৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মসজিদে সালাত ও যিকরের উদ্দেশ্যে অবস্থান করে, আল্লাহ তা'আলা ততক্ষণ পর্যন্ত তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন, যেমন প্রবাসী তার প্রবাস থেকে ফিরে এলে গৃহবাসীরা তাকে পেয়ে খুশি হয়।
(ইবন আবূ শায়বা, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ের 'সহীহ' গ্রন্থে এবং হাকীম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তে সহীহ। ইবন খুযায়মার বর্ণনায় আছে যে, তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি মসজিদে নিয়মিত অবস্থান করে সালাত ও যিকরের সাথে, এরপর তাকে কোন কাজ বিরত রাখে অথবা অসুস্থতা বিরত রাখে, (সুস্থ হওয়ার পর) যখন সে ফিরে আসে, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, যেমন প্রবাসী তার প্রবাস থেকে ফিরে এলে গৃহবাসীরা তাকে পেয়ে খুশি হয়ে থাকে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
498 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا توطن رجل الْمَسَاجِد للصَّلَاة وَالذكر إِلَّا تبشبش الله تَعَالَى إِلَيْهِ كَمَا يتبشبش أهل الْغَائِب بغائبهم إِذا قدم عَلَيْهِم
رَوَاهُ ابْن أبي شيبَة وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة قَالَ مَا من رجل كَانَ توطن الْمَسَاجِد فَشَغلهُ أَمر أَو عِلّة ثمَّ عَاد إِلَى مَا كَانَ إِلَّا يتبشبش الله إِلَيْهِ كَمَا يتبشبش أهل الْغَائِب بغائبهم إِذا قدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৯৮ | মুসলিম বাংলা