আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৯৯
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৪৯৯. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ ছয় প্রকার মজলিসের যিম্মাদার আল্লাহ তা'আলা। মুমিন যতক্ষণ আল্লাহর কাজে থাকে, আল্লাহ ততক্ষণ তার দায়িত্ব গ্রহণ করেন। যখন সে মসজিদে জামা'আতে সালাত আদায় করে, অথবা যখন সে রোগীর সেবায় নিয়োজিত থাকে, অথবা (মৃতের) জানাযায় উপস্থিত হয়, অথবা নীরবতা অর্জনের জন্য তার ঘরে থাকে, অথবা সুবিচারক ইমামের কাছে অবস্থান করে, আর সে তাকে শ্রদ্ধা প্রদর্শন করে এবং সম্মান দেখায়, অথবা যে যুদ্ধের মাঠে উপস্থিত হয়।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর নির্ভরযোগ্য সনদ নেই। হযরত মুআয (রা) থেকে সহীহ সনদে বর্ণিত হয়েছে এবং ইনশা আল্লাহ জিহাদ অধ্যায়ে এ বিষয়ে বর্ণনা আসবে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
499 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سِتّ مجَالِس الْمُؤمن ضَامِن على الله تَعَالَى مَا كَانَ فِي شَيْء مِنْهَا فِي مَسْجِد جمَاعَة وَعند مَرِيض أَو فِي جَنَازَة أَو فِي بَيته أَو عِنْد إِمَام مقسط يعزره ويوقره أَو فِي مشْهد جِهَاد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَلَيْسَ إِسْنَاده بِذَاكَ لَكِن رُوِيَ من حَدِيث معَاذ بِإِسْنَاد صَحِيح وَيَأْتِي فِي الْجِهَاد وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৯৯ | মুসলিম বাংলা