আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৯৭
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৪৯৭. হযরত আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা যখন কাউকে (বারবার) নিয়মিত মসজিদে আসতে দেখবে, তখন তার ঈমানের সাক্ষ্য দেবে। কেননা আল্লাহ তা'আলা বলেছেন إِنَّمَا يعمر مَسَاجِد الله من آمن بِاللَّه وَالْيَوْم الآخر যারা ঈমান আনে আল্লাহ ও পরকালের উপর, তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে।' (সূরা তাওবা, ৯:১৮)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন, শব্দমালা তাঁর। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব। ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকীমও হাদীসটি বর্ণনা করেন। সবাই দাররাজ আবু সামাহ (র) থেকে আবূ হায়সাম সূত্রে হযরত আবূ সা'ঈদ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: এর সনদ সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
497 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا رَأَيْتُمْ الرجل يعْتَاد الْمَسَاجِد فَاشْهَدُوا لَهُ بِالْإِيمَان
قَالَ الله عز وَجل {إِنَّمَا يعمر مَسَاجِد الله من آمن بِاللَّه وَالْيَوْم الآخر} التَّوْبَة 81
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم كلهم من طَرِيق دراج أبي السَّمْح عَن أبي الْهَيْثَم عَن أبي سعيد وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৯৭ | মুসলিম বাংলা