আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৮৯
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন তিন ব্যক্তির যিম্মাদারী আল্লাহর উপর। যদি তারা বেঁচে থাকে, তাহলে রিজিক প্রাপ্ত হবে এবং তাই হবে যথেষ্ট। আর যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তা'আলা তাদের জান্নাতে প্রবেশ করাবেন। তারা হলঃ ১. যে ব্যক্তি সালাম দিয়ে তার ঘরে প্রবেশ করে, সে আল্লাহর দায়িত্বে রয়েছে। ২. যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, সে আল্লাহর দায়িত্বে রয়েছে এবং ৩. যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে, সে আল্লাহর দায়িত্বে রয়েছে।
(আবু দাউদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। ইনশা আল্লাহ এ বিষয়ক হাদীসসমূহ জিহাদ ইত্যাদি অধ্যায়ে আসবে)
(আবু দাউদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। ইনশা আল্লাহ এ বিষয়ক হাদীসসমূহ জিহাদ ইত্যাদি অধ্যায়ে আসবে)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
489 - وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة كلهم ضَامِن على الله إِن عَاشَ رزق وكفي وَإِن مَاتَ أدخلهُ الله الْجنَّة من دخل بَيته فَسلم فَهُوَ ضَامِن على الله وَمن خرج إِلَى الْمَسْجِد فَهُوَ ضَامِن على الله وَمن خرج فِي سَبِيل الله فَهُوَ ضَامِن على الله
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْجِهَاد وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْجِهَاد وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
বর্ণনাকারী: