আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৯০
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯০. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি তার ঘরে উত্তমরূপে উযূ করে মসজিদে এলো, সে আল্লাহর সাক্ষাতে আসল। আর মেযবানের কর্তব্য হচ্ছে মেহমানের সম্মান করা।
(ইমাম তাবারানী দুই সনদে অত্র হাদীসখানা বর্ণনা করেন। তন্মধ্যে একটি সনদ উত্তম। ইমাম বায়হাকীও রাসূলুল্লাহ (সা) এর সাহাবাগণ পর্যন্ত মওকুফ সনদে সহীহরূপে বর্ণনা হাদীসটি করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
490 - وَعَن سلمَان رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَوَضَّأ فِي بَيته فَأحْسن الْوضُوء ثمَّ أَتَى الْمَسْجِد فَهُوَ زائر الله وَحقّ على المزور أَن يكرم الزائر رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَادَيْنِ أَحدهمَا جيد وروى الْبَيْهَقِيّ نَحوه مَوْقُوفا على أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৯০ | মুসলিম বাংলা