আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৮৮
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৮. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি নিজ ঘর থেকে উযূ করে ফজরের সালাতের জন্য বের হয়, তার সওয়াব একজন মুহরিম হাজীর সওয়াবের সমান। আর যে ব্যক্তি যোহরের সালাতের জন্য বের হয়, আর তাকে এই সালাত ব্যতীত অন্য কিছু ধাবিত করে নাই, তার সওয়াব একজন উমরাকারীর সওয়াবের সমান। এক সালাতের পর অপর সালাত আদায় করা, যে সময়ের মাঝে কোন নিরর্থক কাজ করা হয়নি, তা ইল্লীনে লেখা হয়ে থাকে।
(ইমাম আবু দাউদ কাসিম ইবন আবদুর রহমান সূত্রে হযরত আবূ উমামা (রা) থেকে অত্র হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
488 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من خرج من بَيته متطهرا إِلَى صَلَاة مَكْتُوبَة فَأَجره كَأَجر الْحَج الْمحرم وَمن خرج إِلَى تَسْبِيح الضُّحَى لَا ينصبه إِلَّا إِيَّاه فَأَجره كَأَجر الْمُعْتَمِر وَصَلَاة على إِثْر صَلَاة لَا لَغْو بَينهمَا كتاب فِي عليين
رَوَاهُ أَبُو دَاوُد من طَرِيق الْقَاسِم بن عبد الرَّحْمَن عَن أبي أُمَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৮৮ | মুসলিম বাংলা