আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৮৭
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: অন্ধকারে মসজিদের দিকে অধিক পদচারণাকারিগণ আল্লাহর রহমতের মধ্যে সাঁতার কাটে।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদে বর্ণিত ইসমাঈল ইবন রাফি সম্পর্কে মুহাদ্দিসগণ বিরূপ মন্তব্য করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন, কতিপয় মুহাদ্দিস তাকে 'যঈফ' বলেছেন। তিনি আরও বলেন, আমি ইমাম আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী থেকে শুনেছি, তিনি বলেছেনঃ তিনি বিশ্বস্ত এবং তাঁর হাদীস গ্রহণযোগ্য।)
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদে বর্ণিত ইসমাঈল ইবন রাফি সম্পর্কে মুহাদ্দিসগণ বিরূপ মন্তব্য করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন, কতিপয় মুহাদ্দিস তাকে 'যঈফ' বলেছেন। তিনি আরও বলেন, আমি ইমাম আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী থেকে শুনেছি, তিনি বলেছেনঃ তিনি বিশ্বস্ত এবং তাঁর হাদীস গ্রহণযোগ্য।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
487 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المشاؤون إِلَى الْمَسَاجِد فِي الظُّلم أُولَئِكَ الخواضون فِي رَحْمَة الله تَعَالَى
رَوَاهُ ابْن مَاجَه وَفِي إِسْنَاده إِسْمَاعِيل بن رَافع تكلم فِيهِ النَّاس وَقَالَ التِّرْمِذِيّ ضعفه بعض أهل الْعلم وَسمعت مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ يَقُول هُوَ ثِقَة مقارب الحَدِيث
رَوَاهُ ابْن مَاجَه وَفِي إِسْنَاده إِسْمَاعِيل بن رَافع تكلم فِيهِ النَّاس وَقَالَ التِّرْمِذِيّ ضعفه بعض أهل الْعلم وَسمعت مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ يَقُول هُوَ ثِقَة مقارب الحَدِيث