আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৪৭
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তিকে রাসূলুল্লাহ (সা) লোকদের যোহর নামাযের ইমামতি করার নির্দেশ দিলেন। লোকটি সালাতের ইমামতিকালে কিবলার দিকে থুথু ফেলল। আসরের সালাতের সময় হলে তিনি (ইমামতির জন্য) অন্য একজন লোককে পাঠালেন। ফলে প্রথম ব্যক্তি ভীত-বিহবল হয়ে পড়ল। সে নবী (সা) এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ। আমার ব্যাপারে কিছু নাযিল হয়েছে কি? তিনি বললেনঃ না, তবে তুমি তো লোকদের সালাতের ইমামতিকালে তোমার সামনে থু থু ফেলেছে। তুমি আল্লাহ এবং ফিরিশতাকুলকে কষ্ট দিয়েছ।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
447 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ أَمر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رجلا يُصَلِّي بِالنَّاسِ الظّهْر فتفل فِي الْقبْلَة وَهُوَ يُصَلِّي للنَّاس فَلَمَّا كَانَت صَلَاة الْعَصْر أرسل إِلَى آخر فأشفق الرجل الأول فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أأنزل فِي شَيْء قَالَ لَا وَلَكِنَّك تفلت بَين يَديك وَأَنت قَائِم تؤم النَّاس فآذيت الله وَالْمَلَائِكَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد