আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৪৮
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮. হযরত আবূ উমামা (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ বান্দা যখন সালাতে দাঁড়ায়, তখন তার জন্য জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং তার ও তার রবের মধ্যকার পর্দাসমূহ উন্মেচিত করা হয় এবং আয়ত লোচনা হুর তার অভিমুখী হয়, যতক্ষণে সে তার নাকের শ্লেষ্মা অথবা কফ না ফেলে।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে এর সূত্র নিয়ে মতবিরোধ রয়েছে।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে এর সূত্র নিয়ে মতবিরোধ রয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
448 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن العَبْد إِذا قَامَ فِي الصَّلَاة فتحت لَهُ الْجنان وكشفت لَهُ الْحجب بَينه وَبَين ربه واستقبله الْحور الْعين مَا لم يمتخط أَو يتنخع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده نظر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده نظر