আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৪৬
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৬. নবী-এর সাহাবী হযরত আবু সাহলা সায়িব ইবন খাল্লাদ (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি লোকদের সালাতের ইমামতি করল। এরপর সে কিবলার দিকে থুথু ফেলল, আর রাসূলুল্লাহ (সা) তা দেখছিলেন। সে যখন সালাত শেষ করল, তখন রাসূলুল্লাহ বললেন। সে যেন তোমাদের সালাতের ইমামতি না করে। সে তাদের নিয়ে পুনঃ সালাত আদায়ের ইচ্ছা করল। কিন্তু তারা তাকে নিষেধ করল এবং তাকে রাসূলুল্লাহ (সা) এর কথা অবহিত করল। এরপর সে তা রাসূলুল্লাহ (সা) এর নিকট উল্লেখ করল।
(রাবী বলেন হ্যাঁ, আমি মনে করি তিনি এও বলেছেন যে, তুমি আল্লাহ ও তাঁর রাসূল-কে কষ্ট দিয়েছ। আবু দাউদ ও ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(রাবী বলেন হ্যাঁ, আমি মনে করি তিনি এও বলেছেন যে, তুমি আল্লাহ ও তাঁর রাসূল-কে কষ্ট দিয়েছ। আবু দাউদ ও ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
446 - وَعَن أبي سهلة السَّائِب بن خَلاد من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا أم قوما فبصق فِي الْقبْلَة وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ينظر فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حِين فرغ لَا يُصَلِّي لكم هَذَا فَأَرَادَ بعد ذَلِك أَن يُصَلِّي لَهُم فمنعوه وَأَخْبرُوهُ بقول رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ نعم وحسبت أَنه قَالَ إِنَّك آذيت الله وَرَسُوله
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه