আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪২২
অধ্যায়ঃ নামাজ
প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণ করার প্রতি অনুপ্রেরণা
৪২২. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, তিনি তার জন্য তার চাইতে একটি প্রশস্ত বালাখানা তৈরি করবেন।
(হাদীসটি আহমদ সাধারণ সনদে বর্ণনা করেন।)
(হাদীসটি আহমদ সাধারণ সনদে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي بِنَاء الْمَسَاجِد فِي الْأَمْكِنَة المحتاجة إِلَيْهَا
422 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من بنى لله مَسْجِدا بنى الله لَهُ بَيْتا أوسع مِنْهُ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لين
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لين