আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪২৩
অধ্যায়ঃ নামাজ
প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণ করার প্রতি অনুপ্রেরণা
৪২৩. বিশর ইবন হায়্যান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মসজিদ নির্মাণের কাজে ছিলাম, এ সময় হযরত ওয়াসিলা ইবন আসকা (রা) আমাদের কাছে এসে সালাম দিলেন। এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সা) -কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে তার চেয়ে উত্তম বালাখানা তৈরি করবেন।
(ইমাম আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي بِنَاء الْمَسَاجِد فِي الْأَمْكِنَة المحتاجة إِلَيْهَا
423 - وَرُوِيَ عَن بشر بن حَيَّان قَالَ جَاءَ وَاثِلَة بن الْأَسْقَع وَنحن نَبْنِي مَسْجِدا قَالَ فَوقف علينا فَسلم ثمَّ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من بنى مَسْجِدا يصلى فِيهِ بنى الله عز وَجل لَهُ فِي الْجنَّة أفضل مِنْهُ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান