আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪২১
অধ্যায়ঃ নামাজ
প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণ করার প্রতি অনুপ্রেরণা
৪২১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ছোট কিংবা বড় একখানা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেবেন।
(ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي بِنَاء الْمَسَاجِد فِي الْأَمْكِنَة المحتاجة إِلَيْهَا
421 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بنى لله مَسْجِدا صَغِيرا كَانَ أَو كَبِيرا بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة
رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান