আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪২০
অধ্যায়ঃ নামাজ
প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণ করার প্রতি অনুপ্রেরণা
৪২০. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি পানির কূপ খনন করবে, আর তা থেকে যে কোন পিপাসার্ত আত্মা যেমন জিন্ন, ইনসান ও (পশু) পাখি পানি পান করুক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে পুরস্কার দেবেন। আর যে ব্যক্তি তিতির পাখির বাসার অনুরূপ একটি মসজিদ কিংবা তদপেক্ষা ছোট মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে রাখবেন।
(ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে বর্ণিত হয়েছে। আর ইবন মাজাহ (রা) কেবল الْمَسْجِد (মসজিদ) শব্দের উল্লেখ করেছেন। সনদের দিক থেকে হাদীসটি সহীহ। আহমদ ও বাযযার হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী (সা) থেকে لبيضها শব্দ দ্বারা বর্ণনা করেছেন।)
(ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে বর্ণিত হয়েছে। আর ইবন মাজাহ (রা) কেবল الْمَسْجِد (মসজিদ) শব্দের উল্লেখ করেছেন। সনদের দিক থেকে হাদীসটি সহীহ। আহমদ ও বাযযার হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী (সা) থেকে لبيضها শব্দ দ্বারা বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي بِنَاء الْمَسَاجِد فِي الْأَمْكِنَة المحتاجة إِلَيْهَا
420 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حفر بِئْر مَاء لم يشرب مِنْهُ كبد حرى من جن وَلَا إنس وَلَا طَائِر إِلَّا آجره الله يَوْم الْقِيَامَة وَمن بنى لله مَسْجِدا كمفحص قطاة أَو أَصْغَر بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وروى ابْن مَاجَه مِنْهُ ذكر الْمَسْجِد فَقَط بِإِسْنَاد صَحِيح وَرَوَاهُ أَحْمد وَالْبَزَّار عَن ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا أَنَّهُمَا قَالَا كمفحص قطاة لبيضها
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وروى ابْن مَاجَه مِنْهُ ذكر الْمَسْجِد فَقَط بِإِسْنَاد صَحِيح وَرَوَاهُ أَحْمد وَالْبَزَّار عَن ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا أَنَّهُمَا قَالَا كمفحص قطاة لبيضها