আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪১৬
অধ্যায়ঃ নামাজ
আযান ও ইকামতের মাঝে দু'আ করার প্রতি অনুপ্রেরণা
৪১৬. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বলল: ইয়া রাসূলুল্লাহ(সা) মুআযযিনগণ তো আমাদের চেয়ে অধিক মর্যাদা লাভ করেছে। রাসূলুল্লাহ (সা) বললেনঃ তাদের অনুরূপ তুমিও বলবে। আর যখন বলা শেষ করবে, তখন তুমি যা প্রার্থনা করবে, তোমাকে তা দেওয়া হবে।
(আবূ দাউদ, নাসাঈ ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁদের দু'জনের বর্ণনায় فسل تعطه এর স্থলে فسل تعط বলেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة
416 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رجلا قَالَ يَا رَسُول الله إِن المؤذنين يفضلوننا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قل كَمَا يَقُولُونَ فَإِذا انْتَهَيْت فسل تعطه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالا تعط بِغَيْر هَاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান