আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪১৫
অধ্যায়ঃ নামাজ
আযান ও ইকামতের মাঝে দু'আ করার প্রতি অনুপ্রেরণা
৪১৫. হযরত আবূ উমামা (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: মুআযযিন যখন আযান দেয়, তখন আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং দু'আ কবুল করা হয়। যখন কারো উপর বিপদ আসে অথবা মুসীবত আসে, তখন সে যেন মুআযযিনের আযানের অপেক্ষায় থাকে। আর সে যখন আল্লাহু আকবর বলে, তখন সেও যেন আল্লাহু আকবার বলে। যখন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (সা) বলে, তখন সেও যেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ (সা) বলে। যখন সে হাইয়্যা আলাস সালাহ বলে, তখন সেও যেন হাইয়্যা আলাস সালাহ বলে। যখন সে হাইয়্যা আলাল ফালাহ বলে, সেও যেন হাইয়্যা আলাল ফালাহ বলে এরপর সে যেন নিম্নোক্ত দু'আ পাঠ করেঃ
اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة الصادقة المستجابة المستجاب لَهَا دَعْوَة الْحق وَكلمَة التَّقْوَى أحينا عَلَيْهَا وأمتنا عَلَيْهَا وابعثنا عَلَيْهَا واجعلنا من خِيَار أَهلهَا أَحيَاء وأمواتا
হে আল্লাহ! এই পরিপূর্ণ সত্যের আহ্বান যা গ্রহণীয় ও গৃহীত, যা সত্যের আহ্বান, যা তাকওয়ার বাণী, আপনি আমাদেরকে এর উপর জীবিত রাখুন, এর উপর মৃত্যু দিন এবং এর উপরই আমাদের পুনরুত্থান করুন। আমাদের জীবনে মরণে এই দলের সর্বোত্তম করুন।"
এরপর আল্লাহর কাছে নিজ প্রয়োজনের কথা প্রার্থনা করবে।
হাকিম উফায়র ইবন মাদান হতে হাদীসটি বর্ণনা করেন। যিনি একজন অজ্ঞাত রাবী। হাকিম বলেনঃ হাদীসটি সহীহ সনদে বর্ণিত।
[فليتحين الْمُنَادِي] মুআযযিন যখন আযান দেয়, তখন সে যেন দু'আ করার প্রতীক্ষায় থাকে। তাহলে তার দু'আ কবুল করা হবে। এরপর সে আল্লাহর কাছে তার প্রয়োজনীয় বিষয় প্রার্থনা করবে
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة
415 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا نَادَى الْمُنَادِي فتحت أَبْوَاب السَّمَاء واستجيب الدُّعَاء فَمن نزل بِهِ كرب أَو شدَّة فليتحين الْمُنَادِي فَإِذا كبر كبر وَإِذا تشهد تشهد وَإِذا قَالَ حَيّ على الصَّلَاة قَالَ حَيّ على الصَّلَاة وَإِذا قَالَ حَيّ على الْفَلاح قَالَ حَيّ على الْفَلاح ثمَّ يَقُول اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة الصادقة المستجابة المستجاب لَهَا دَعْوَة الْحق وَكلمَة التَّقْوَى أحينا عَلَيْهَا وأمتنا عَلَيْهَا وابعثنا عَلَيْهَا واجعلنا من خِيَار أَهلهَا أَحيَاء وأمواتا ثمَّ يسْأَل الله حَاجته
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة عفير بن معدان وَهُوَ واه وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَوْله فليتحين الْمُنَادِي أَي ينْتَظر بدعوته حِين يُؤذن الْمُؤَذّن فَيُجِيبهُ ثمَّ يسْأَل الله تَعَالَى حَاجته
tahqiqতাহকীক:তাহকীক চলমান