আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪১৪
অধ্যায়ঃ নামাজ
আযান ও ইকামতের মাঝে দু'আ করার প্রতি অনুপ্রেরণা
৪১৪. হযরত সাহল ইবন সা'দ (রা)-এর বর্ণনায় আছে যে, দুই সময়ে দু'আকারীর দু'আ প্রত্যাখ্যাত হয় না। তা হলঃ ১. সালাতের ইকামতকালে এবং ২. সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জিহাদকালীন সময়ে।
(হাকিম হাদীসটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন এবং মালিক (র) মাওকূফ সূত্রে বর্ণনা করেন।)
(হাকিম হাদীসটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন এবং মালিক (র) মাওকূফ সূত্রে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة
414 - وَفِي رِوَايَة لَهُ ساعتان لَا ترد على دَاع دَعوته حِين تُقَام الصَّلَاة وَفِي الصَّفّ فِي سَبِيل الله
وَرَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَرَوَاهُ مَالك مَوْقُوفا
وَرَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَرَوَاهُ مَالك مَوْقُوفا