আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪১৩
অধ্যায়ঃ নামাজ
আযান ও ইকামতের মাঝে দু'আ করার প্রতি অনুপ্রেরণা
৪১৩. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: দুই সময়ে আসমানের দরজা উন্মুক্ত করা হয় এবং তখন দু'আকারীর দু'আ প্রত্যাখ্যাত হয় না। তাহল: ১. আযানের সময় এবং ২. সারিবদ্ধ হয়ে জিহাদ করার সময়।
অন্য শব্দে বর্ণিত আছে যে ثِنْتَانِ لَا تردان দুই সময়ের দু'আ প্রত্যাখ্যাত হয় না। অথবা তিনি বলেছেন: আযান ও জিহাদের সময়ের দু'আ প্রত্যাখ্যাত হয় না, যখন জিহাদে একে অন্যের উপর আক্রমণোদ্যত হয়।।
(আবু দাউদ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান (র) তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান আরো বলেছেন عِنْد حُضُور الصَّلَاة সালাতের সময়)।)
অন্য শব্দে বর্ণিত আছে যে ثِنْتَانِ لَا تردان দুই সময়ের দু'আ প্রত্যাখ্যাত হয় না। অথবা তিনি বলেছেন: আযান ও জিহাদের সময়ের দু'আ প্রত্যাখ্যাত হয় না, যখন জিহাদে একে অন্যের উপর আক্রমণোদ্যত হয়।।
(আবু দাউদ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান (র) তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান আরো বলেছেন عِنْد حُضُور الصَّلَاة সালাতের সময়)।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة
413 - وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ساعتان تفتح فيهمَا أَبْوَاب السَّمَاء وقلما ترد على دَاع دَعوته عِنْد حُضُور النداء والصف فِي سَبِيل الله
وَفِي لفظ قَالَ ثِنْتَانِ لَا تردان أَو قَالَ مَا يردان الدُّعَاء عِنْد النداء وَعند الْبَأْس حِين يلحم بعض بَعْضًا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا إِلَّا أَنه قَالَ فِي هَذِه عِنْد حُضُور الصَّلَاة
وَفِي لفظ قَالَ ثِنْتَانِ لَا تردان أَو قَالَ مَا يردان الدُّعَاء عِنْد النداء وَعند الْبَأْس حِين يلحم بعض بَعْضًا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا إِلَّا أَنه قَالَ فِي هَذِه عِنْد حُضُور الصَّلَاة