আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪১২
অধ্যায়ঃ নামাজ
আযান ও ইকামতের মাঝে দু'আ করার প্রতি অনুপ্রেরণা
৪১২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: আযান ও ইকামতের মধ্যকার দু‘আ প্রত্যাখ্যাত হয় না।
(আবু দাউদ, তিরমিযী নিজ শব্দে, নাসাঈ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন, হিব্বানের বর্ণনায় আরো আছে যে,فَادعوا তোমরা দু'আ কর)। ইমাম তিরমিযীর বর্ণনায় অতিরিক্ত আছে যে, একদা সাহাবায়ে কিরাম বললেন: ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বলব? তিনি বললেনঃ তোমরা দুনিয়া ও আখিরাতের জীবনের জন্য নিরাপত্তা প্রার্থনা করবে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة
412 - عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة لَا يرد
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَزَاد فَادعوا وَزَاد التِّرْمِذِيّ فِي رِوَايَة قَالُوا فَمَاذَا نقُول يَا رَسُول الله قَالَ سلوا الله الْعَافِيَة فِي الدُّنْيَا وَالْآخِرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান