আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪১১
অধ্যায়ঃ নামাজ
আযানের পর বিনা ওযরে মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪১১. হযরত সা'ঈদ ইবন মুসায়্যাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মুনাফিক ব্যতীত মসজিদ থেকে আযানের পর কেউ বের হয় না। তবে যদি কোন ওযরবশত কেউ বেরিয়ে যায় এবং প্রত্যাবর্তনের আশা রাখে, তবে তা ভিন্ন কথা।
(আবূ দাউদ তাঁর 'মারাসীলে' হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ তাঁর 'মারাসীলে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من الْخُرُوج من الْمَسْجِد بعد الْأَذَان لغير عذر
411 - وَعَن سعيد بن الْمسيب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يخرج من الْمَسْجِد أحد بعد النداء إِلَّا مُنَافِق إِلَّا لعذر أخرجته حَاجَة وَهُوَ يُرِيد الرُّجُوع
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله