আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪১৭
অধ্যায়ঃ নামাজ
প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণ করার প্রতি অনুপ্রেরণা
৪১৭. হযরত উসমান ইব্ন আফফান (রা) থেকে বর্ণিত। যখন তিনি রাসূলুল্লাহ (সা) এর মসজিদ নির্মাণ করেন, তখন লোকেরা তাঁর সমালোচনা করে। তখন তিনি বলেনঃ আমার ব্যাপারে তোমরা খুব বাড়াবাড়ি করছ। অথচ আমি রাসুলুল্লাহ (সা) কে বলতে শুনেছি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন।
অন্য বর্ণনায় আছে: জান্নাতে আল্লাহ তা'আলা তার জন্য অনুরূপ বালাখানা তৈরি করবেন।
(বুখারী মুসলিম ও অন্যান্য গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
অন্য বর্ণনায় আছে: জান্নাতে আল্লাহ তা'আলা তার জন্য অনুরূপ বালাখানা তৈরি করবেন।
(বুখারী মুসলিম ও অন্যান্য গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي بِنَاء الْمَسَاجِد فِي الْأَمْكِنَة المحتاجة إِلَيْهَا
417 - وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ أَنه قَالَ عِنْد قَول النَّاس فِيهِ حِين بنى مَسْجِد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّكُم أَكثرْتُم عَليّ وَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من بنى مَسْجِدا
يَبْتَغِي بِهِ وَجه الله بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة وَفِي رِوَايَة بنى الله لَهُ مثله فِي الْجنَّة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
يَبْتَغِي بِهِ وَجه الله بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة وَفِي رِوَايَة بنى الله لَهُ مثله فِي الْجنَّة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
বর্ণনাকারী: