আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৪৯
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৯. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) এমন একদল লোককে (উযূ করতে) দেখলেন, যাদের পায়ের গোড়ালী উযূর পানিতে ভিজেনি। এরপর তিনি বললেন: উযূতে যাদের পায়ের গোড়ালী ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কাজেই তোমরা পরিপূর্ণভাবে উযূ কর।
(মুসলিম, আবু দাউদ, নিজ শব্দে, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন এবং বুখারীও অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
349 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رأى قوما وَأَعْقَابهمْ تلوح فَقَالَ ويل لِلْأَعْقَابِ من النَّار أَسْبغُوا الْوضُوء
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَرَوَاهُ البُخَارِيّ بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান