আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৫১
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১. অন্য বর্ণনায় আছে, কিরা'আতে তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাই সালাত আদায় শেষে তিনি বলেনঃ কুরআন আমাদের দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দিয়েছে। আমাদের সাথে তোমাদের একদল লোক সালাতে অংশগ্রহণ করেছে কিন্তু তারা উত্তমরূপে উযূ করেনি। কাজেই আমাদের সাথে যে সালাতে অংশগ্রহণ করবে, সে যেন। উত্তমরূপে উযূ করে নেয়।
(আহমদ অনুরূপ বর্ণনা করেন, সহীহ বর্ণনাকারীদের মধ্যে উভয় সূত্রের বর্ণনাকারীগণ প্রামাণ্য। নাসাঈ (র) আবূ রাওহ সূত্রে জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
351 - وَفِي رِوَايَة فتردد فِي آيَة فَلَمَّا انْصَرف قَالَ إِنَّه لبس علينا الْقُرْآن إِن أَقْوَامًا
مِنْكُم يصلونَ مَعنا لَا يحسنون الْوضُوء فَمن شهد الصَّلَاة مَعنا فليحسن الْوضُوء
رَوَاهُ أَحْمد هَكَذَا وَرِجَال الرِّوَايَتَيْنِ مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ النَّسَائِيّ عَن أبي روح عَن رجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান