আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৪৮
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৮. হযরত আবুল হায়সাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাকে উযু করতে দেখলেন এবং বললেনঃ হে আবুল হায়সামা। পায়ের ভেতরের অংশ ধুয়ে নাও।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত। তাঁর সনদে বিতর্কিত রাবী ইবন লাহীয়া রয়েছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
348 - وَعَن أبي الْهَيْثَم قَالَ رَآنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أتوضأ فَقَالَ بطن الْقدَم يَا أَبَا الْهَيْثَم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه ابْن لَهِيعَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান