আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৪৭
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৭. ইমাম তিরমিযী (র) বর্ণনা করেন যে, উযূতে যাদের পায়ের গোড়ালী ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এরপর তিনি বলেন, নবী (সা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: উযূতে যাদের পায়ের গোড়ালী ও ভিতরের দিক ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।
[হাফিয (র) বলেন]: ইমাম তিরমিযী (রা) উল্লিখিত হাদীস সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে ও ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে আবদুল্লাহ ইবন হারিস ইবন জুযাঈ যুবায়দী হতে মারফু সূত্রে বর্ণনা করেছেন এবং আহমদ (র) মাওকূফ সূত্রে আবদুল্লাহ ইবন হারিস সূত্রে বর্ণনা করেছেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
347 - وروى التِّرْمِذِيّ مِنْهُ ويل لِلْأَعْقَابِ من النَّار ثمَّ قَالَ وَقد رُوِيَ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ ويل لِلْأَعْقَابِ وبطون الْأَقْدَام من النَّار
قَالَ الْحَافِظ وَهَذَا الحَدِيث الَّذِي أَشَارَ إِلَيْهِ التِّرْمِذِيّ رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن خُزَيْمَة فِي صَحِيحه من حَدِيث عبد الله بن الْحَارِث بن جُزْء الزبيدِيّ مَرْفُوعا وَرَوَاهُ أَحْمد مَوْقُوفا عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান