আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৪৬
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৬. অন্য সূত্রে বর্ণিত আছে যে, একদা হযরত আবু হুরায়রা (রা) একদল লোককে উযূ করতে দেখলেন। তিনি বললেন: তোমরা পরিপূর্ণভাবে উযূ কর। কেননা আমি আবুল কাসিম-কে বলতে শুনেছি: উযূতে যাদের পায়ের গোড়ালীসমূহ ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। অথবা অন্য বর্ণনামতেঃ উযুতে যাদের পায়ের গোড়ালীসমূহ ভিজে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শান্তি। (বুখারী, মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন মাজাহ গ্রন্থে সংক্ষেপে বর্ণিত হয়েছে।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
346 - وَفِي رِوَايَة أَن أَبَا هُرَيْرَة رأى قوما يتوضؤون من الطهرة فَقَالَ أَسْبغُوا الْوضُوء فَإِنِّي سَمِعت أَبَا الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ويل لِلْأَعْقَابِ من النَّار أَو ويل لِلْعَرَاقِيبِ من النَّار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه مُخْتَصرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান