আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩৪৩
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৩. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: অবশ্যই তোমরা পবিত্রতার মাধ্যমে আঙ্গুল সাফ করবে, নতুবা জাহান্নামের আগুন তার আঙ্গুল অবশ্যই জ্বালিয়ে ফেলবে।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে মারফু সনদে বর্ণিত। আর 'কাবীর' গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবন মা'সউদ (রা) সূত্রে মাওকূফ সনদে বর্ণিত।)
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে মারফু সনদে বর্ণিত। আর 'কাবীর' গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবন মা'সউদ (রা) সূত্রে মাওকূফ সনদে বর্ণিত।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
343 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لتنتهكن الْأَصَابِع بالطهور أَو لتنتهكنها النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا وَوَقفه فِي الْكَبِير على ابْن مَسْعُود بِإِسْنَاد وَالله أعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا وَوَقفه فِي الْكَبِير على ابْن مَسْعُود بِإِسْنَاد وَالله أعلم