আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৪২
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪২. হযরত ওয়াসিলা (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি পানি দ্বারা আঙ্গুল খিলাল করে না, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা আগুন দ্বারা তার আঙ্গুল খিলাল করাবেন।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
342 - وَرُوِيَ عَن وَاثِلَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من لم يخلل أَصَابِعه بِالْمَاءِ خللها الله بالنَّار يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান