আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৪৪
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪৪. 'কাবীর' গ্রন্থে মাওকূফ সূত্রে অন্য বর্ণনায় আছে, নবী (সা) বলেছেনঃ তোমরা তোমাদের পাঁচটি আঙ্গুল খিলাল করবে, আল্লাহ সে আঙ্গুলগুলোকে জাহান্নামে জ্বালাবেন না।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
344 - وَفِي رِوَايَة لَهُ فِي الْكَبِير مَوْقُوفَة قَالَ خللوا الْأَصَابِع الْخمس لَا يحشوها الله نَارا
tahqiqতাহকীক:তাহকীক চলমান