আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৩৬
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তাঁকে মিসওয়াক করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: বান্দা যখন মিসওয়াক করে, এরপর দাঁড়িয়ে সালাত আদায় করে, তখন তার পেছনে ফিরিশতা দাঁড়িয়ে যান এবং তার নিকট কিরাআত শোনেন, অথবা ফিরিশতা তার নিকটবর্তী হন অথবা নিকটবর্তী হন শব্দের পরিবর্তে অনুরূপ শব্দ বলেছেন। এমন কি ফিরিশতা তার মুখ সে ব্যক্তির মুখের উপরে রাখেন এবং তার মুখ থেকে যা বের হয়, তা-ই ফিরিশতার পেটে পৌঁছে। কাজেই কুরআন তিলাওয়াতকালে তোমরা মুখ পরিষ্কার করে নাও।।
বাযযার ত্রুটিমুক্ত উত্তম সনদে এটি বর্ণনা করেন এবং ইবন মাজাহ কিয়দাংশ মওকুফ সনদে বর্ণনা করেন। সম্ভবত এটাই উত্তম।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
336 - وَعَن عَليّ رَضِي الله عَنهُ أَنه أَمر بِالسِّوَاكِ وَقَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد إِذا تسوك ثمَّ قَامَ يُصَلِّي قَامَ الْملك خَلفه فيستمع لقرَاءَته فيدنو مِنْهُ أَو كلمة نَحْوهَا حَتَّى يضع فَاه على فِيهِ فَمَا يخرج من فِيهِ شَيْء من الْقُرْآن إِلَّا صَار فِي جَوف الْملك فطهروا أَفْوَاهكُم لِلْقُرْآنِ
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد لَا بَأْس بِهِ وروى ابْن مَاجَه بعضه مَوْقُوفا وَلَعَلَّه أشبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান