আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩৩৫
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি মিসওয়াক অপরিহার্য করে নিয়েছি, এমন কি আমি দাঁত উপড়ে যাওয়ার আশংকা করছি।
তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। হাদীসের রাবীগণ বিশ্বস্ত। বায্যার হযরত আনাস (রা) সূত্রে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমনকি আমি দাঁত উপড়ে যাওয়ার আশংকা করছি।"
তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। হাদীসের রাবীগণ বিশ্বস্ত। বায্যার হযরত আনাস (রা) সূত্রে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমনকি আমি দাঁত উপড়ে যাওয়ার আশংকা করছি।"
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
335 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَزِمت السِّوَاك حَتَّى خشيت أَن يدرد فِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن أدرد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن أدرد