আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৩৭
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৭. নবী (সা) পত্নী হযরত আয়েশা (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: মিসওয়াকবিহীন সালাত আদায়ের চেয়ে মিসওয়াক করে সালাত আদায়ে রয়েছে সত্তর গুণ বেশি সওয়াব।
আহমদ, বাযযার, আবূ ইয়ালা এবং ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমার মনে হয় হাদীসটি সমালোচনামুক্ত নয়। কেননা আমি আশংকা করছি, মুহাম্মদ ইবন ইসহাক (র) ইবন শিহাব থেকে এটি শোনেন নি। অথচ হাকিম (র) বর্ণনা করে বলেছেন: হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ। মুহাম্মদ ইবন ইসহাক (র) সূত্রে মুসলিম (র) মুতাবিআত সনদে এটি বর্ণনা করেছেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
337 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فضل الصَّلَاة بِالسِّوَاكِ على الصَّلَاة بِغَيْر سواك سَبْعُونَ ضعفا
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَأَبُو يعلى وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ فِي الْقلب من هَذَا الْخَبَر شَيْء فَإِنِّي أَخَاف أَن يكون مُحَمَّد بن إِسْحَاق لم يسمعهُ من ابْن شهَاب وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم كَذَا قَالَ وَمُحَمّد بن إِسْحَاق إِنَّمَا أخرج لَهُ مُسلم فِي المتابعات
tahqiqতাহকীক:তাহকীক চলমান