আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৩২
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩২. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমন কি ধারণা করেছি, হয়ত বা এ বিষয়ে আমার উপর কুরআন অথবা ওহী নাযিল হবে। আবু ই'য়ালা ও আহমদ হাদীসটি বর্ণনা করেন। তবে আহমদ এর বর্ণনায় আছে, لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن يُوحى إِلَيّ فِيهِ شَيْء আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমন কি এ বিষয়ে ওহী নাযিলের ব্যাপারে আশংকা করছি।" এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
332 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى ظَنَنْت أَنه ينزل عَليّ فِيهِ قُرْآن أَو وَحي
رَوَاهُ أَبُو يعلى وَأحمد وَلَفظه قَالَ لقد أمرت بِالسِّوَاكِ حَتَّى خشيت أَن يُوحى إِلَيّ فِيهِ شَيْء
وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান