আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩৩১
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা মিসওয়াক করো। কেননা মিসওয়াক মুখ পরিষ্কারকারী এবং আল্লাহর সন্তুষ্টিলাভের উপায়। এরপর তিনি বলেন: জিবরাঈল (আ) যখনই আমার কাছে আসতেন, তখনই আমাকে মিসওয়াকের নির্দেশ দিতেনঃ এমন কি আমি আশংকা করছিলাম যে, তিনি তা আমার ও আমার উম্মতের উপর ফরয করে দেবেন। আমি যদি আমার উম্মতের উপর কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের জন্য মিসওয়াক করা ফরয করে দিতাম। আর আমি এত বেশি মিসওয়াক করি যে, আমার মুখের সামনের দাঁতের গোড়ায় জখম হওয়ার আশংকা করছি।
ইবন মাজাহ আলী ইবন ইয়াযীদ সূত্রে কাসিম থেকে হাদীসটি বর্ণনা করেন।
ইবন মাজাহ আলী ইবন ইয়াযীদ সূত্রে কাসিম থেকে হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
331 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تسوكوا فَإِن السِّوَاك مطهرة للفم مرضاة للرب مَا جَاءَنِي جِبْرِيل إِلَّا أَوْصَانِي بِالسِّوَاكِ حَتَّى لقد خشيت أَن يفْرض عَليّ وعَلى أمتِي وَلَوْلَا أَنِّي أَخَاف أَن أشق على أمتِي لفرضته عَلَيْهِم وَإِنِّي لأستاك حَتَّى خشيت أَن أحفي مقادم فمي
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ