আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩৩৩
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩৩৩. হযরত ওয়াসিলা ইবনুল আসকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি মিসওয়াক করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, এমন কি আমি আশংকা করছি যে, তা হয়ত আমার উপর ফরয
করে দেওয়া হবে। আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর সনদে লায়স ইবন আবূ সালীম নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।
করে দেওয়া হবে। আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর সনদে লায়স ইবন আবূ সালীম নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
333 - وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أمرت بِالسِّوَاكِ
حَتَّى خشيت أَن يكْتب عَليّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَفِيه لَيْث بن أبي سليم
حَتَّى خشيت أَن يكْتب عَليّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَفِيه لَيْث بن أبي سليم