আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩২৫
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত নবী (সা) বলেছেন: মিসওয়াক হল মুখ পরিস্কারকারী এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়।
নাসাই এবং ইবন খুযায়মা দুটো 'সহীহ' গ্রন্থে এবং ইমাম বুখারী (র) তা'লীক সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে হযরত ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণিত। তিনি আরো বলেন: ومجلاة لِلْبَصَرِ তা চোখের জ্যোতি বর্ধনকারী)।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
325 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ السِّوَاك مطهرة للفم مرضاة للرب
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحَيْهِمَا وَرَوَاهُ البُخَارِيّ مُعَلّقا مَجْزُومًا وتعليقاته المجزومة صَحِيحَة وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير من حَدِيث ابْن عَبَّاس وَزَاد فِيهِ ومجلاة لِلْبَصَرِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান