আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩২৬
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৬. হযরত আবু আযাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আম্বিয়ায় কিরামের চারটি সুন্নাত রয়েছে। তা হল: ১. খাতনা করা, ২. আতর ব্যবহার করা, ৩. মিসওয়াক করা এবং ৪. বিবাহ করা। তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেনঃ হাদীসটি হাসান-গরীব।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
326 - وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع من سنَن
الْمُرْسلين الْخِتَان والتعطر والسواك وَالنِّكَاح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান