আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩২৪
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৪. হযরত যয়নব বিনত জাহশ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) -কে বলতে শুনেছিঃ আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে তোমরা যেমন উযূ করছ, তেমনি তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।
আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন এবং বায্যার ও তাবারানীর 'কাবীর' গ্রন্থে আব্বাস ইবন আবদুল মুত্তালিব (রা) থেকে নিজ শব্দযোগে বর্ণিত যে, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের খেয়াল না করতাম, তাহলে আমি তাদের উপর যেমন উযূ নির্ধারণ করেছি, তেমনি প্রত্যেক সালাতের সময় মিসওয়াক নির্ধারণ করে দিতাম।
আবূ ইয়ালা অনুরূপ অর্থে বর্ণনা করেন, তিনি আরো বলেনঃ হযরত আয়েশা (রা) বলেছেনঃ নবী (সা) মিসওয়াক বিষয়ে আলোচনা করতেন, এমন কি আমি আশংকা করতাম যে, এ ব্যাপারে কুরআনের আয়াত নাযিল হবে।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
324 - وَعَن زَيْنَب بنت جحش رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَوْلَا أَن أشق على أمتِي لأمرتهم بِالسِّوَاكِ عِنْد كل صَلَاة كَمَا يتوضؤون
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير من حَدِيث الْعَبَّاس بن عبد الْمطلب وَلَفظه لَوْلَا أَن أشق على أمتِي لفرضت عَلَيْهِم السِّوَاك عِنْد كل صَلَاة كَمَا فرضت عَلَيْهِم الْوضُوء
وَرَوَاهُ أَبُو يعلى بِنَحْوِهِ وَزَاد فِيهِ وَقَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا وَمَا زَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يذكر السِّوَاك حَتَّى خشيت أَن ينزل فِيهِ قُرْآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান