আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩০৩
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০৩. তাবারানীর' কাবীর' গ্রন্থে বর্ণিত আছে যে, হযরত আবু উমামা (র) বলেছেন: আমি যদি সাতবার রাসূলুল্লাহ্ (সা) কে বলতে না শুনতাম তাহলে এ বিষয়ে হাদীস বর্ণনা করতাম না। তিনি বলেছেন: কোন ব্যক্তি যখন নির্দেশিত নিয়মে উযূ করবে, তখন তার কান, চোখ, হাত ও পাদ্বারা কৃত পাপরাশি দূরীভূত হয়ে যাবে।
এ হাদীসটিও হাসান সনদে বর্ণিত।
এ হাদীসটিও হাসান সনদে বর্ণিত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
303 - وَفِي رِوَايَة للطبراني فِي الْكَبِير قَالَ أَبُو أُمَامَة لَو لم أسمعهُ من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا سبع مَرَّات مَا حدثت بِهِ
قَالَ إِذا تَوَضَّأ الرجل كَمَا أَمر ذهب الْإِثْم من سَمعه وبصره وَيَديه وَرجلَيْهِ وَإِسْنَاده حسن أَيْضا
قَالَ إِذا تَوَضَّأ الرجل كَمَا أَمر ذهب الْإِثْم من سَمعه وبصره وَيَديه وَرجلَيْهِ وَإِسْنَاده حسن أَيْضا